নিউজ ডেস্ক: মালদার কালিয়াচকে তৃণমূল কংগ্রেস কর্মী হাসান শেখকে খুনের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। কলকাতা পুলিশের এসটিএফ এবং তেলঙ্গানা পুলিশের সহায়তায় হায়দরাবাদ থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মালদায় এই খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।
শনিবার সকালে কালিয়াচক থানার তরফে জানানো হয়েছে, ধৃত দু’জনের নাম আব্দুল আলিম এবং জাবিউল মোমিন। হাসানের মাথায় ইটের বাড়ি মারতে দেখা গিয়েছিল এই আব্দুলকেই। গত ১০ দিন ধরে তার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে তার খোঁজ পাওয়া যায় হায়দরাবাদে। গোপন সূত্রে খবর পেয়ে হায়দরাবাদে হানা দেন তদন্তকারীরা। গ্রেফতার করা হয় দু’জনকেই।