নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের মেরঠে এনকাউন্টারে নিহত হয়েছে তান্ত্রিক নঈম বাবা। নিহতের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। মঈন ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ছিল এই নঈম বাবা। শনিবার ভোররাত ৩.৪৫ মিনিট নাগাদ লিসারির গেট থানা এলাকার সামার গার্ডেনে মেরঠ পুলিশের সঙ্গে এনকাউন্টারে নঈমের মৃত্যু হয়েছে।
এসএসপি ভিপিন টাডা বলেছেন, “লিসারির গেটে নৃশংস ঘটনা ঘটেছে, যেখানে একজন স্বামী, স্ত্রী এবং তাঁদের তিন সন্তানকে খুন করা হয়েছিল। ওয়ান্টেড অপরাধী নঈম, যার মাথার দাম ৫০ হাজার টাকা ছিল এবং দীর্ঘদিন ধরে পুলিশকে এড়িয়ে যাচ্ছিল। শনিবার পুলিশ এনকাউন্টারে নিহত হয়েছে। নঈম গত ৯ জানুয়ারি নিজের ভাই মইন, তাঁর স্ত্রী ও ৩ নিষ্পাপ সন্তানকে হত্যা করে।