নিউজ ডেস্ক: ফের উত্তরবঙ্গে হাতির দাপাদাপি। শনিবার সকালে লোকালয়ে হাতির হানায় চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার মাথাভাঙা-২ নম্বর ব্লকে। শনিবার সকালে ঘুম থেকে উঠে চক্ষু চড়কগাছ হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা দেখেন ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিশাল হাতি। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, এদিন সকাল থেকে পাড়ডুবি গ্রামপঞ্চায়েত এলাকায় ১১ মাইল ও ১২ মাইল এলাকার খাটেরবাড়িতে দাপিয়ে বেড়াচ্ছে একদল হাতি। স্থানীয়রা দাবি করেছেন, আপাতত একটি হাতিই দেখা গিয়েছে। কিন্তু, ভু্ট্টাখেতে আরও হাতি থাকতে পারে। সকালের ঘন কুয়াশার জেরে সেগুলিকে হয়তো দেখা যাচ্ছে না।
হাতি বেরনোর খবর পেয়েই এলাকায় পৌঁছেছে বন দফতরের কর্মীরা। ঘোকসাডাঙা থানার পুলিশ বাসিন্দাদের সতর্ক করতে এলাকায় মাইক দিয়ে প্রচার চালাচ্ছে।