নিউজ ডেস্ক: পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে “খুন” করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী থানার ১ নম্বর আনন্দনগর এলাকায়। মৃতার নাম রিমা মজুমদার (২৬)।
স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরের দিকে ওই দম্পতির বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পান এলাকার বাসিন্দারা। চিৎকারের শব্দ বাড়লে ওই পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা গিয়ে দেখেন স্ত্রী অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। আর স্বামী বসে রয়েছেন খাটে। তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, স্বামীই তার স্ত্রীকে খুন করেছে।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই অভিযুক্ত রাজু মজুমদারকে আটক করা হয়েছে। এলাকাবাসীর দাবি, মত্ত অবস্থায় বাড়ি ফিরে প্রায়ই সে সংসারে অশান্তি করত ও স্ত্রী-র উপর অত্যাচার করত। পুলিশ ইতিমধ্যেই স্থানীয়দের বয়ান নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃত স্বামীকেও জেরা করা হচ্ছে বলে জানানো হয়েছে।