নিউজ ডেস্ক: ক্লাসরুম থেকে উদ্ধার হল শিক্ষকের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল নরেন্দ্রপুরের গ্রিনপার্ক এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা।
জানা গেছে, গ্রিনপার্ক থানা এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে কর্মরত ছিলেন রাজেশ রজক (২৮) ৷ নরেন্দ্রপুর থানা এলাকারই রামচন্দ্রপুরে তাঁর বাড়ি৷ স্কুলে হিন্দি পড়াতেন। সূত্রের খবর, স্কুলের চাবি তার কাছেই ছিল৷ শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে আর তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন আশপাশের এলাকায় খোঁজ করলেও তাঁর দেখা পাওয়া যায়নি। এরপর তাঁরা হাজির হন স্কুলে। খুঁজতে খুঁজতে স্কুলে গেলে শনিবার ক্লাসরুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখা যায় রাজেশকে।