নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের শহাডোল থানার অন্তর্গত এলাকায় শনিবার সকালে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। জানা গেছে , নিহতের শরীরে আঁচড়ের দাগ পাওয়া যাওয়ায় ঘটনাটি সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। ঘটনার সময় গৃহবধূর স্বামী সকালে হাঁটতে বেরিয়েছিলেন, আর ৬ বছরের মেয়ে বাড়িতেই ছিল।
এক পুলিশ আধিকারিক জানান , সিংহপুর রোডের পিছনে বসবাসকারী সরকারি স্কুল শিক্ষক বিপিন কুমার চৌরাসিয়ার স্ত্রী প্রিয়াঙ্কা চৌরাসিয়া শনিবার সকালে ঘরের ভিতর অচেতন অবস্থায় পড়েছিলেন। নিহতের স্বামী যখন সকালে হাঁটতে বেরিয়ে ফিরে আসেন, তখন মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন স্ত্রীকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।