নিউজ ডেস্ক: এবার নোদাখালিতে দুষ্কৃতীদের টার্গেটে তৃণমূল কর্মী। রাস্তার মাঝে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত হয়েছে। তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।
জানা যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডল। ওই ব্যক্তি নোদাখালি থানার ডোঙ্গারিয়ার বাসিন্দা। শনিবার বেলা ১১টা নাগাদ আচমকাই ৩ দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে কলকাতায় নিয়ে এসে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে আসা দুষ্কৃতীদের মুখে কাপড় বাঁধা ছিল। তার উপর আবার মাথায় ছিল হেলমেট। তাই তাদের চিনতে পারেননি কেউ। কী কারণে দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কোনও শত্রুতা নাকি এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনও অভিসন্ধি, তাও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।