সঞ্জয় রায়কে আজীবন কারাবাসের সাজা। একই দিনে গ্রীষ্মাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে কেরালার আদালত। আবার ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসির সাজা শুনিয়েছিলেন বিচারক। তিনটি একই ঘটনা, যার দুটিতে মৃত্যুদণ্ডের রায়। অন্যদিকে সঞ্জয়ের যাবজ্জীবন। প্রশ্ন উঠছে, কেন সঞ্জয়ের ফাঁসি হল না ?