নিউজ ডেস্ক: আগুন-আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো হাসনাবাদ-শিয়ালদহ শাখার ট্রেনে। সোমবার সকাল পৌনে ৭টা নাগাদ উত্তর ২৪ পরগনার বারাসত-হাসনাবাদ লাইনে একটি লোকাল ট্রেন সণ্ডালিয়া স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে যায়। ওই ট্রেনের মহিলা কামরায় আগুন দেখা যায় বলে জানা গিয়েছে।
যাত্রীরা আতঙ্কে চিৎকার করে ওঠেন। বেলিয়াঘাট স্টেশন ছাড়ার পরেই তাঁরা ট্রেনে ধোঁয়া দেখতে পেয়েছিলেন বলে জানিয়েছেন যাত্রীরা। তাঁদের চিৎকার শুনে চালক ট্রেন থামাতে বাধ্য হন। দু’টি কামরার সংযোগস্থলে কোনও যান্ত্রিক ত্রুটির কারণে আগুন দেখা গিয়েছিল বলে মনে করা হচ্ছে। ট্রেন থেমে গেল অনেকেই নীচে নেমে পড়েন।