নিউজ ডেস্ক: কৃষ্ণগঞ্জের মাজদিয়া থেকে গ্রেফতার হয়েছে ২ রোহিঙ্গা। বাঙ্কার থাকা এলাকা থেকে ২ কিলোমিটারের মধ্যে রবিবার রাতে তাদের ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল বলেই খবর।
সূত্রের খবর, ধৃতরা হল এমডি যাদব এবং মহম্মদ নূর। পুলিশ সূত্রে খবর, বছরখানেক আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। তারপরেই হায়দরাবাদে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। আবার বাংলাদেশ পালানোর ছক কষেছিল ওই দুই যুবক।
রবিবার রাতে ভাজনঘাট এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই কৃষ্ণগঞ্জ থানায় খবর দেন। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের হাতে দুই রোহিঙ্গাকে তুলে দেয় এলাকাবাসী। পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।