নিউজ ডেস্ক: ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ৷ অভিযোগের ভিত্তিতে সোমবার প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
কয়েকমাস ধরে আসানসোল পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের কুলটি এলাকায় প্রাক্তন ও নব্য কাউন্সিলরের মধ্যে অশান্তি অব্যাহত৷ এবার চরমে পৌঁছেছে সেই অশান্তি৷ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা আখতার হোসেনের বিরুদ্ধে তৃণমূল সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে৷ ঘটনায় প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয় ৷
কুলটির ৬৫ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকবারের কাউন্সিলার ছিলেন আখতার হোসেন । কিন্তু, ২০২২ সালে গত পুরভোটে ওয়ার্ডের নির্দল প্রার্থী নাদিম আখতারের কাছে হেরে যান তিনি। পরে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে নাদিম আখতার তৃণমূলে যোগদান করেন৷ বর্তমানে তিনি কাউন্সিলর হওয়ার পাশাপাশি ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতিও।
দলের একাংশের অভিযোগ, নাদিম আখতারকে তৃণমূলে যোগদানের পর থেকে উজ্জ্বল-বিরোধী হয়ে ওঠেন আখতার হোসেন৷ হারানো জমি ফিরে পেতে কাউন্সিলার নাদিম ও তাঁর অনুগামীদের সঙ্গে প্রায়ই অশান্তিতে জড়িয়ে পড়েন আখতার৷ ওয়ার্ডের দায়িত্ব আখতার হোসেন নিজের দখলে রাখতে চান৷ সেই কারণে অশান্তি জিইয়ে রেখেছেন বলে অভিযোগ কাউন্সিলর নাদিম আখতারের।