নিউজ ডেস্ক: নিউটাউনে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা। সোমবার মৃত্যু হল যুবতী স্কুটি চালকের। ইকোপার্ক থানা এলাকায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। আকাঙ্খা মোড় থেকে ইকোপার্ক হয়ে কলকাতা যাওয়ার পথে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর নাম সুচিত্রা দেবনাথ (৩৩)। তাঁর বাড়ি দক্ষিণ কলকাতার পাটুলিতে। সুচিত্রা ইলেকট্রিক স্কুটি চালিয়ে বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্কের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন। তখনই ইকো পার্ক দু’নম্বর গেটের কাছে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখন তিনি ওই স্কুটি নিয়ে সজোরে ডিভাইডারে ধাক্কা মারেন। তারপর ছিটকে পড়েন। গুরুতর জখম অবস্থায় ওই যুবতীকে উদ্ধার করেন স্থানীয়রাই। তারপর তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।