নিউজ ডেস্ক: আর জি করের চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য। রাজ্যের ওই আবেদনের এক্তিয়ার নিয়েই সোমবার কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি শুরুর পরই রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। পাল্টা হিসেবে রাজ্যের তরফে বলা হয়, “রাষ্ট্রের যখন সাজা মুকুব করার অধিকার আছে, পাশাপাশি রাষ্ট্র যদি মনে করে তাহলে প্রাণদণ্ড দিতে পারে, তাই রাজ্যের আদালতে আবেদন করার অধিকারও রয়েছে।”
প্রসঙ্গত, সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআইও। আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়, এ সব ক্ষেত্রে প্রথমে কেন্দ্রীয় সরকার আপিল করার সুযোগ পাবে এবং যদি কেন্দ্রীয় সরকার তা না করে তবে রাজ্য আপিল করার সুযোগ পাবে।