নিউজ ডেস্ক: রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর এলাকায় যান দূর্ঘটনায় নিহত হন এক মহিলা স্কুটি চালক৷ মৃতার নাম মৌমিতা শীল৷ জিবি হাসপাতালে চিকিৎকাধীন অবস্থায় তিনি মারা যান৷ মূলত একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনার প্রায় চব্বিশ ঘন্টা পর পুলিশ ঘাতক গাড়ির চালক তথা মালিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷
পূর্ব আগরতলা থানার ওসি রাণা চ্যাটার্জি সোমবার জানিয়েছেন, শনিবার রাতে চন্দ্রপুর এলাকায় একটি বেপরোয়া প্রাইভেট কার মহিলা স্কুটি চালক মৌমিতা শীলকে ধাক্কা দেয়৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ তাঁকে সাথে সাথেই জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৌমিতা শীল মারা যান৷ পুলিশ এই দুর্ঘটনার একটি মামলা নেয়৷ স্কুটি চালককে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া ঘাতক গাড়ির সন্ধানে তৎপর হয় পুলিশ৷ সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে পুলিশ গাড়িটি সনাক্ত করে রবিবার রাতে গাড়ির চালক তথা মালিককে গ্রেফতার করে৷ ধৃত ব্যক্তির নাম মনতোষ দেব৷ তার বাড়ি আগরতলার জয়নগর এলাকায়৷ সোমবার পুলিশ ধৃত মনতোষ দেবকে আদালতে সোপর্দ করেছে৷