নিউজ ডেস্ক: মণিপুরের বিভিন্ন জেলায় পাহাড় ও উপত্যকায় ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস, মণিপুর পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে ধারাবাহিকভাবে যুদ্ধে ব্যবহারযোগ্যে অস্ত্র ভাণ্ডার উদ্ধার হচ্ছে।
নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষ্ণুপুর জেলার বুংতে চিরু গ্রামের উত্তরে লুংখোংজাং রিজ-এ অনুরূপ যৌথ অভিযানে গোলাবারুদ ও বিস্ফোরক সহ ৩৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে স্নাইপার রাইফেল, পাঁচটি ৯ মিমি পিস্তল, দুটি সিঙ্গল ব্যারেলের রাইফেল, গ্রেনেড এবং অন্যান্য অস্ত্রসামগ্রী।