নিউজ ডেস্ক: রেলের কামড়ায় স্কুলের শিক্ষককে ছাত্রীদের সামনে শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে স্কুলে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রছাত্রীরা৷ শুধু তাই নয় নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানিয়েছে ছাত্রছাত্রীরা৷ ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়ার হদ্রাইয়ের হরি রাধা বিদ্যামন্দিরে৷
জানা গিয়েছে, রবিবার স্কুলের প্রজেক্ট কো-ইনচার্জ পরিতোষ পাল স্কুলের হোস্টেলের দুই ছাত্রীকে নিয়ে পেঁচারথলে যাচ্ছিলেন রেলে করে৷ ওই রেলের ভিতরে কিছু মহিলা এবং পুরুষ মিলে পরিতোষ পালকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন৷ নির্যাতনকারীদের দাবি ওই শিক্ষক নাকি দুটি মেয়েকে পাচারের জন্য নিয়ে যাচ্ছে৷ এই অভিযোগ তুলে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে মুঙ্গিয়াকামী পর্যন্ত নানাভাবে হেনস্থা করা হয় পরিতোষ পালকে৷
পরে মুঙ্গিয়াকামী স্টেশনে পুলিশকে তিনি গোটা বিষয়টি জানান৷ পুলিশ তথ্য তল্লাসি করে জানতে পারে যে ওই দুটি মেয়ে স্কুলছাত্রী এবং তারা তাদের বাড়িতে যাচ্ছে৷ একা পাঠানো ঠিক হবে না ভেবে স্কুল কতৃপক্ষ প্রজেক্ট কো-ইনচার্জ পরিতোষ পালকে সাথে পাঠিয়েছে৷ শুধু তাই নয় পুলিশ কর্মীরা মেয়ে দুটি পরিবারের লোকজনের সাথেও মোবাইলে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হয়ে অন্য একটি কামড়ায় বসিয়ে দেয়৷ তারপর সবই ঠিক ছিল৷ কিন্তু, যখন কুমারঘাট স্টেশনে রেলটি পৌঁছে তখন শতাধিক লোক একজোট হয়ে পরিতোষ পালকে আটক করে নানাভাবে হেনস্থা করে৷ পরে বিষয়টি তিনি স্থানীয় পুলিশকে জানান৷
পুলিশ আবারও মেয়ে দুটির পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করে যে তারা প্রজেক্ট কো-ইনচার্জ এর সাথে বাড়িতেই যাচ্ছিল৷ রবিবারের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার হদ্রাইয়ের হরি রাধা বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা স্কুল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে৷ শুধু তাই নয় রেলের ভিতরে যারা প্রজেক্ট কো-ইনচার্জ পরিতোষ পালকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে তাদের কয়েকজনের নামধাম জানিয়ে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করেছেন৷