নিউজ ডেস্ক: ভারতের এক রাজ্যে হু হু করে ছড়াচ্ছে বিরল স্নায়বিক ব্যাধি। গুলেন বারি সিনড্রোম (জিবিএস)। ইতিমধ্যেই এই অসুখে আক্রান্তের সংখ্যা শতাধিক। একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই এই অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে একজনের। সোলাপুর থেকে একজনের সন্দেহভাজন জিবিএস-আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোলাপুর ছাড়াও, মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ পুণে , পিম্পরি চিঞ্চওয়াড়, পুণে গ্রামীণ এবং আশেপাশের কয়েকটি জেলায় জিবিএস-উপসর্গ নিয়ে আরও ১৮ জনকে শনাক্ত করেছে ।
চিকিৎসকদের মতে এটি একটি স্নায়বিক অটোইমিউন রোগ।
উপসর্গ হালকা থেকে গুরুতর হতে পারে। এই অসুখে আক্রান্ত হলে পেশী দুর্বল হয়ে পড়ে। কাঁপুনি আসতে পারে। সঙ্গে গায়ে-হাতে-পায়ে অসম্ভব ব্যথা অনুভূত হতে পারে। শ্বাসকষ্ট, হার্ট ও রক্তচাপের সমস্যা হতে পারে। ভয়াবহ ক্ষেত্রে পক্ষাঘাতে আক্রান্ত হতে পারেন রোগী।
Guillain-Barré syndrome (GBS) বিরল রোগের মধ্যেই পড়ে । এর কারণ সম্পূর্ণরূপে জানা যায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত বলে মনে হয়। এটি ইমিউন সিস্টেমকে সরাসরি আক্রমণ করে। ক্যামপিলোব্যাক্টর জেজুনি ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে এই সমস্যা দেখা দিতে পারে।