নিউজ ডেস্ক: টলিউডের অন্দরে জোর গুঞ্জন। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘গোলন্দাজ’ ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে। বছর চারেক বাদে আবারও এক ছবিতে দেখা যাবে দুই অভিনেতাকে? সূত্র মারফৎ খবর, ‘রঘু ডাকাত’ পরিচালক, প্রযোজকদ্বয়ের সঙ্গে প্রাথমিকস্তরে অনির্বাণের কথা হয়েছে।
ইতিমধ্যেই দিন গোনা শুরু করে দিয়েছেন দর্শক-অনুরাগীরা। পঁচিশের পুজোর মহাচমক ‘রঘু ডাকাত’। বর্তমানে ছবির প্রি প্রোডাকশন চলছে পুরোদমে। দিন কয়েক আগেই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টিম মিটিং সেরেছেন দেব। সূত্রের খবর, এবার অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চরিত্রে কাস্ট করতে চাইছেন নির্মাতারা। জানা গিয়েছে, ‘রঘু ডাকাত’-এ অভিনেতাকে খলচরিত্রে দেখা যেতে পারে। যদিও নির্মাতারা এই বিষয়ে এখনই খোলসা করতে চাইছেন না, তবে দেব-অনির্বাণকে একফ্রেমে পাওয়ার জল্পনা সত্যি হলে দর্শক-অনুরাগীদের জন্য় যে তা মহাপাওনা হবে, সেটা বলাই বাহুল্য।