নিউজ ডেস্ক: বইপ্রেমীদের জন্য সুখবর। একেই শহরে শুরু হয়েছে বইয়ের উৎসব। ৪০ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা বসেছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। ২৮ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর বইমেলায় যাতায়াতের সুবিধার্থে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ বাস চালাবে পরিবহণ দপ্তর। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, কলকাতা ও সংলগ্ন জেলাগুলি থেকে একাধিক রুটে চলবে বিশেষ বাস, যার গন্তব্য করুণাময়ী অর্থাৎ বইমেলা প্রাঙ্গণ।
দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বাস। যতদিন বইমেলা চলবে, ততদিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই বাস পাবেন বইমেলায় যাতায়াতকারীরা। তবে ছুটির দিন ব্যতিক্রম। ওই দিনগুলিতে বাড়তি পরিষেবা মিলবে না। পরিবহণ দপ্তর জানিয়েছে, করুণাময়ী থেকে কোন বাস কোন রুটে যাবে, বাসগুলির সামনে কাচের জানলায় তা লেখা থাকবে। তা দেখে যাত্রীরা নিজেদের গন্তব্য অনুযায়ী বাসে উঠতে পারবেন।