নিউজ ডেস্ক: শেষ হয়ে গেল ব্রাজিলের ডিফেন্ডার দানিলোর সাড়ে ৫ বছরের ইউভেন্তুস অধ্যায়। সোমবার সেরি আর দলটি ছাড়লেন এই ব্রাজিলিয়ান।
পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই ফুটবলারের চুক্তি বাতিল করা হয়েছে বলে জানান ইতালিয়ান ক্লাব
ইউভেন্তুস। দানিলোর সঙ্গে চুক্তির মেয়াদ ছিল জুন পর্যন্ত।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিতে খেলে ২০১৯ সালের আগস্টে ইউভেন্তুসে গিয়ে ছিলেন দানিলো। দলটির হয়ে ২১৩ ম্যাচ খেলে গোল করেন ৯টি। ২০১৯-২০ মরসুমে জেতেন সেরি আ শিরোপা। এছাড়া ইতালিয়ান কাপ জেতেন দু’বার ও ইতালিয়ান সুপার কাপ জেতেন একবার।
ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো সামাজিক মাধ্যম বলেন , সোমবারই ফ্রি ট্রান্সফারে স্বদেশের ক্লাব ফ্লামেঙ্গোতে দানিলো যোগ দিয়েছেন দুই বছরের চুক্তিতে l