নিউজ ডেস্ক: ওদালগুড়িতে জনৈক গৃহস্থের বসতঘরে হামলা চালিয়ে মা ও মেয়েকে পিষে মেরেছে বুনো হাতি। ঘটনা সোমবার রাতে ওদালগুড়ি জেলার অন্তর্গত ডিমাকুচি গ্রামে সংঘটিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে ডিমাকুচি গ্রামে হাতির এক পাল প্রবেশ করেছিল। ধারণা করা হচ্ছে, পাল থেকে বিচ্ছিন্ন হয়ে পথভ্রষ্ট হয়ে একটি হাতি ওই গৃহস্থের বসতঘরে হামলা চালায়। সে সময় ঘুমে ছিলেন প্ৰায় ৬০ বছর বয়সি মা লালমেক কর্মকার এবং তাঁর মেয়ে বছর ৩৫-এর অপু কর্মকার।
নিদ্রাবস্থায় হাতির হামলা টের পাননি তাঁরা। এক সময় মা ও মেয়েকে শয্যা থেকে মাটিতে ফেলে পা দিয়ে পিষে মেরেছে হাতিটি। ঘটনাস্থলেই দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সূত্রটি জানান, ঘটনার খবর পেয়ে আজ ভোরের দিকে স্থানীয় পুলিশ এবং বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। প্রাথমিক ইনকুয়েস্ট করে নিহত দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওদালগুড়িত সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।