নিউজ ডেস্ক: গভীর রাতে রাজধানী আগরতলা শহরের কাছে নতুননগর বাজারে বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ল দুটি দোকান৷ অল্পের জন্য রক্ষা পেল গোটা বাজার৷ আগুন লাগার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা৷
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে বাজারের হরেকৃষ্ণ দেবনাথ এবং জগদীশ গিরির দোকানে আগুন দেখতে পান স্থানীয় জনগণ৷ সাথে সাথেই খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে৷ কুঞ্জবন ফায়ার স্টেশন এবং আগরতলা প্রধান ফায়ার স্টেশন থেকে তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন দমকল কর্মীরা৷ দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ তবে কিভাবে আগুন লেগেছে এনিয়ে দমকল কর্মীরা ধোঁয়াশায় রয়েছে৷ তবে দমকল কর্মীদের তৎপরতায় গোটা নতুননগর বাজার রক্ষা পেয়েছে৷