নিউজ ডেস্ক: আগরতলা শহরের চন্দ্রপুর আইএসবিটি সংলগ্ন এলকায় দুর্ঘটনায় নিহত মৌমিতা শীলের নিকটাত্মীয়রা পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ বিক্ষোভের প্রধান কারণ ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে পুলিশ লঘুধারা প্রয়োগ করে জামিনের ব্যবস্থা করে দিয়েছে বলে অভিযোগ৷ তারা দাবি জানিয়েছেন ঘাতক গাড়ির চালক তথা মালিক জয়নগরের বাসিন্দা মনতোষ দেবের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে৷
বিক্ষোভস্থলে নিহত মৌমিতা শীলের এক নিকটাত্মীয় জানিয়েছেন, ২৫ জানুয়ারি রাতে চন্দ্রপুর এলাকায় একটি গাড়ির ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়েন মৌমিতা শীল, তার বাবা প্রদীর শীল এবং মা সুজাতা শীল৷ তাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মৌমিতা শীল৷ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাবা ও মা৷ মেয়ে, মা ও বাবা স্কুটি নিয়ে রানীরবাজারের দিক যাচ্ছিলেন৷ ওইদিন রাতেই পূর্ব আগরতলা থানায় একটি এফআইআর করা হয়েছিল৷ রাতে পুলিশ গাড়িটি সনাক্ত করতে পারেনি৷ ২৭ জানুয়ারি পুলিশ ঘাতক গাড়ির চালক তথা মালিক মনতোষ দেবকে গাড়ি সহ আটক করে৷
মৃতার নিকটাত্মীয় আরও জানিয়েছেন, পুলিশ গাড়ির চালক তথা মালিক মনতোষ দেবের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে চাইছে না৷ তাকে আইনী গ্যাড়াকল থেকে বাঁচানোর ষড়যন্ত্র করা হয়েছে৷ আটক হওয়ার কিছুক্ষণের মধ্যেই জামিনে মুক্তি পায় মনতোষ দেব৷ তাই এদিন পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷ পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং দাবি জানানো হয়েছে যাতে ঘাতক গাড়ির চালক তথা মালিক মনতোষ দেবের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়৷