নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের পচোর থানার অন্তর্গত বোকড়িতে খেলতে খেলতে কুয়োতে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়। পুলিশ মঙ্গলবার ময়নাতদন্তর পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করে ।
এক পুলিশ আধিকারিক জানান , বোকড়ির বাসিন্দা দুই ভাই লোকেশ (১১) পঞ্চম শ্রেণির ছাত্র এবং অঙ্কিত (১৩) সপ্তম শ্রেণির ছাত্র। দুজনে স্কুল থেকে ফিরে বন্ধুদের সঙ্গে মাঠে ক্রিকেট খেলছিল। খেলতে খেলতে তাদের বলটি কুয়োতে পড়ে যায় এবং বল তুলতে গিয়ে উভয়ই কুয়োতে পড়ে যায়। যার ফলে তাঁদের মৃত্যু হয়।পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।