নিউজ ডেস্ক: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতকে বিচারপর্ব শুরু করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, এই মামলায় নিম্ন আদালতকে দ্রুত সম্ভব বিচার শেষ করতে হবে।
সিবিআই এদিন কলকাতা হাইকোর্টে জানিয়েছে, অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার শুরুর জন্য তারা অনুমতি পেয়েছে।
উল্লেখ্য, আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিলেন৷ সেই মামলায় সিবিআই তদন্তের শেষ পর্যায়ে এবার ইসিআইআর (এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট) দায়ের করে তদন্ত শুরু করেছে ইডি ৷ হাইকোর্টে এই কথা এদিন জানান ইডির আইনজীবী।
অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী এদিন আদালতে জানান, সুপ্রিম কোর্টে আর জি করের ধর্ষণ ও খুনের মামলার সঙ্গেই হাসপাতালে দুর্নীতির মামলার শুনানি চলছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মুখ বন্ধ খামে এদিন রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ইডির বক্তব্য শোনার পরই নিম্ন আদালতকে আগামী এক সপ্তাহের মধ্যে বিচার শুরু ক’রে, যত দ্রুত সম্ভব তা শেষ করার নির্দেশ দিয়েছেন । আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগে সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল সিবিআই। যাঁদের সঙ্গে সরাসরি সন্দীপ ঘোষের যোগসাজশ ছিল বলে প্রমাণ পেয়েছে সিবিআই।