নিউজ ডেস্ক: রাজস্থানে খেরওয়াড়ার জাতীয় সড়কে মঙ্গলবার সকালে একটি বাস ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় ৮ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দুর্ঘটনাটি একটি ব্যাংকের সামনে হাইওয়ে সংলগ্ন এলাকায় ঘটেছে।
এক পুলিশ আধিকারিক জানান , বাসটি হরিয়ানা থেকে উদয়পুর হয়ে আহমেদাবাদ যাচ্ছিল। গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে দুর্ঘটনা ঘটে। ৮ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গুরুতর আহত একজন যাত্রীকে এম.বি. হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।