নিউজ ডেস্ক: ওপেনার ত্রিশা গোঙ্গাদি মঙ্গলবার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নিজের নাম খোদাই করেছেন। সেই সঙ্গে স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারতকে ১৫০ রানে জয়ী হতে সাহায্য করেছেন। ত্রিশা তাঁর স্ট্রোক প্রদর্শন করে ১৩টি বাউন্ডারি এবং ৪টি ৬-এর সাহায্যে ৫৯ বলে অপরাজিত ১১০ রান করেন।
এছাড়া ওপেনার এবং উইকেটরক্ষক কমলিনী জি ৪২ বলে ৫১ এবং সানিকা চালকে ২০ বলে ২৯ রান করেন। ভারত ২০ ওভারে ১ উইকেটে ২০৮ রান করে। জবাবে স্কটল্যান্ড ১৪ ওভারে ৫৮ রানে অলআউট হয়ে যায়। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার পিপা কেলি (১২) এবং এমা ওয়ালসিংহাম (১২)।ভারতের বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার আয়ুশি শুক্লা নিয়েছেন ৪, বৈষ্ণবী শর্মা ৩ এবং ত্রিশা ৩ উইকেট নিয়েছেন।