১৭৮০ সালের ২৯ শে জানুয়ারি কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল ‘বেঙ্গল গেজেট’। এটি ছিল ভারতের প্রথম সংবাদপত্র। এর সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। ইংরেজি ভাষায় প্রকাশিত হত ‘বেঙ্গল গেজেট’। এই সংবাদপত্রটি প্রতি শনিবার প্রকাশিত একটি সাপ্তাহিক সংস্করণ ছিল। এর দাম ছিল ১ টাকা। সংবাদপত্রটির প্রচার সংখ্যা ছিল ৪০০-এর বেশি। ভারতে ইংরেজ শাসনের সময় ‘বেঙ্গল গেজেট’-এ প্রকাশিত সংবাদ, ব্রিটিশ শাসনের উচ্চ স্তরের অনেক প্রভাবশালী ব্যক্তিকে নাড়িয়ে দিয়েছিল।