নিউজ ডেস্ক: জমজমাট ঠান্ডা এখনও কমেনি কাশ্মীর উপত্যকায়, বুধবারও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে ভূস্বর্গের বিভিন্ন প্রান্তে। জম্মুতে ঠান্ডা অপেক্ষাকৃত কম, তবে শীতে কাঁপছে কাশ্মীর। শ্রীনগর, গুলমার্গ, পহলেগাম, কার্গিল সর্বত্রই শীতে জবুথবু অবস্থা। বুধবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাসন ১.০ ডিগ্রি সেলসিয়াস।
এমতাবস্থায় জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জম্মু ও কাশ্মীরের সমতলে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। ২৯-৩১ জানুয়ারির মধ্যে বৃষ্টি ও তুষারপাত হতে পারে। উল্লেখ্য, ৪০-দিন ব্যাপী ‘চিল্লাই কালান’ শুরু হয়েছিল গত ২১ ডিসেম্বর, যা বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি শেষ হতে চলেছে।