নিউজ ডেস্ক: আন্তর্জাতিক চলচ্চিত্রের আঙিনায় আমির খান ও কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’ ঝড় তুলেছে। যদিও আশা জাগিয়েও অস্কার থেকে ছিটকে গিয়েছে ছবিটি। তবে এবার জাপান অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কারে শর্টলিস্টেড হল ‘লাপাতা লেডিজ’। শ্রেষ্ঠ বিদেশি ছবি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছে ছবিটি। এবার সেটি জায়গা করে নিল প্রথম পাঁচে।
‘লাপাতা লেডিজ’-এর পাশাপাশি শর্ট লিস্টেড হয়েছে ‘ওপেনহাইমার’, ‘পুওর থিংস’, ‘দ্য জোন অফ ইন্টারেস্ট’, ‘সিভিল ওয়ার’-এর মতো সারা পৃথিবীতে সাড়া ফেলে দেওয়া ছবি।