নিউজ ডেস্ক: শীতকালে খুশকির সমস্যা খুবই সাধারণ।খুশকি কমাতে মানুষ অনেকেই অনেক ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। তবু হয়তো কোনও উপকার হয়না।
খুশকি থেকে মুক্তি পেতে চাইলে কাড়ি কারি টাকা খরচ করার কিন্তু কোনও প্রয়োজন নেই। রান্নাঘরে থাকা জিনিস দিয়েই হতে পারে কামাল। কী ভাবে জানেন?
১। নিম জল – নিম পাতায় অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। নিম পাতা জলে সেদ্ধ করে মাথার ত্বকে লাগালে খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নিমের জল দিয়ে চুল ধুলে ধীরে ধীরে খুশকির সমস্যা কমে যায়। চুলের সামগ্রিক স্বাস্থ্যের জন্যও বেশ ভাল।
২। অ্যালোভেরা জেল – অ্যালোভেরা জেলে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। একটি পাত্রে সদ্য কাটা অ্যালোভেরা জেল বের করে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। মাথায়, স্ক্যাল্পে ২০-২৫ মিনিটের জন্য লাগিয়ে রেখে তারপর শ্যাম্পু করে নিন। নারকেল তেল, আমলা, কলা এবং অ্যালোভেরা বা অ্যালোভো ও মেহেন্দি একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন, তাতে উপকার হয়। মনে রাখবেন ঠান্ডা লাগার ধাত থাকলে সাবধান।
৩। মেথি পেস্ট – মেথি বীজ চুলের জন্য উপকারী। খুশকি কমানোর পাশাপাশি চুলকে নরম রাখতে সাহায্য করে। সারারাত মেথি বীজ ভিজিয়ে রেখে দিন। একটি মিক্সিতে পিষে নরম পেস্ট তৈরি করে নিন। তাতে নারকেল তেল বা মধু মিশিয়ে নিন। এ ছাড়া মেথি বীজ এবং রোজমেরি পাতার জলও চুলে লাগাতে পারেন। এটিও চুলকে নরম ও মজবুত করতে সাহায্য করে।