নিউজ ডেস্ক: মৌনী অমাবস্যার পবিত্র সময় কোটি কোটি ভক্ত স্নান করতে প্রয়াগরাজ পৌঁছেছিলেন। পুণ্যলাভের আশায় সঙ্গমে ডুব দিতে যাচ্ছিলেন ভক্তরা। কিন্তু জনসমুদ্রে হঠাতই সুনামি আছড়ে পড়ে। ভিড়ে তাল সামলাতে না পেরে ঘটে দুর্ঘটনা। মহাকুম্ভে মহা বিপর্যয় নেম আসে পুণ্যস্নান ঘিরে। পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ৩০ জন, আহতের সংখ্যা তার প্রায় দ্বিগুণ।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার একাধিক নিয়মে বদল আনা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে আরও একটি অমৃত স্নান রয়েছে মহাকুম্ভে। সেখানে কোনও অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, এখন থেকেই তা সুনিশ্চিতকরণের কাজ শুরু হয়েছে। কুম্ভমেলা চত্বরে একাধিক বদল আনা হয়েছে। ভিভিআইপি পাস বাতিল থেকে শুরু করে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে যোগী সরকার। পুলিশের তরফে মেলা চত্বরে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।
কী কী নিয়ম বদল হল-
গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা – কুম্ভমেলা চত্বরে ছোট থেকে বড় যে কোনও গাড়ি চলাচল এবং প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভিভিআইপি পাস বাতিল – জরুরি পরিস্থিতি ছাড়া কোনও ব্যক্তি বা গাড়িকে ভিভিআইপি পাস দেখালেও ঢুকতে দেওয়া হবে না মেলা চত্বরে।
ওয়ান ওয়ে রুট – ভক্তদের সুবিধার্থে ওয়ান ওয়ে ট্রাফিক সিস্টেম ব্যবস্থা শুরু করা হয়েছে।
জেলা সীমানায় গাড়ি ঢোকা বন্ধ – পড়শি একাধিক জেলা থেকে যে সমস্ত গাড়ি প্রয়াগরাজে আসছে তাদের জেলা-সীমানাতেই আটকানো হবে। যাতে মেলা চত্বরে আর ভিড় না বাড়ে।
শহরে চারচাকা গাড়ি প্রবেশ নিষিদ্ধ – আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে চার চাকা গাড়ি ঢোকাতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।