নিউজ ডেস্ক: এত দিনেও হাওড়া পুরসভার ভোট কেন হল না, রাজ্যের কাছে আবার জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আট সপ্তাহের মধ্যে রাজ্যকে জানাতে হবে যে, কেন এখনও হাওড়া পুরভোট হল না।
২০২২ সালে হাওড়া থেকে বালি পুরসভাকে পৃথক করার পদ্ধতিগত জটে নির্বাচন আটকে যায়। এর আগে নির্বাচন না হওয়ায় হাই কোর্টে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়। গত বছর হাই কোর্ট সময় মতো নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ এখনও পর্যন্ত কার্যকর হয়নি। এ বার রাজ্যের অবস্থান জানতে চাইল হাই কোর্ট।
২০১৬ সালে বালি পুরসভাকে প্রথমে হাওড়ার সঙ্গে সংযুক্ত করা হয়। তার পরে ২০২১ সালে তা আবার হাওড়া পুরসভা থেকে আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে প্রক্রিয়াগত জট তৈরি হয়। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও রাজ্যের বিরোধ বেধে যায়। হাওড়ায় পুরভোট কেন হচ্ছে না, এ বার সেই প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্টও। রাজ্যকে কারণ জানাতে বলল। সেই কারণ জানানোর জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হল।