নিউজ ডেস্ক: আন্তর্জাতিক কলকাতা বইমেলায় শুক্রবার অম্বুজা নেওটিয়া গোষ্ঠী – উডস অ্যান্ড ওয়ান্ডার্স উন্মোচন করেছে। এ নিয়ে বেশ সাড়া মিলেছে। উৎসাহীদের ভিড় বেড়েছে। প্রকৃতির সঙ্গে আরও গভীর সংযোগস্থাপনের জন্য এক আন্তরিক উদ্যোগ স্থাপন। প্রসঙ্গতঃ উডস অ্যান্ড ওয়ান্ডার্স – প্রচার শুরুর সময় মেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন হিডকোর প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেন, আর্টিস্টিক ডিরেক্টর ও কোরিওগ্রাফার সুদর্শন চক্রবর্তী, খ্যাতনামা স্টাইলিস্ট অনুপম চ্যাটার্জী, ড. সৌতিক পান্ডা, রিয়েলটি অম্বুজা নেওটিয়ার সভাপতি প্রমোদ রঞ্জন দ্বিবেদী, রিয়েলটি অম্বুজা নেওটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট অ্যাফেয়ার্স বিজয়শঙ্কর দ্বিবেদী ও বিশিষ্টরা। অন্যদিকে, উডস অ্যান্ড ওয়ান্ডার্স স্টল – নং ২৮৬, প্রকৃতিপ্রেমীদের জন্য যেন8 এক স্বর্গরাজ্য, যা তার মনোমুগ্ধকর সৌন্দর্য ও উষ্ণতা দিয়ে দর্শনার্থীদের আকৃষ্ট করেছে। মূলতঃ একটি মনোমুগ্ধকর আলোকচিত্র প্রদর্শনী যা উত্তরবঙ্গের বনাঞ্চলের অপূর্ব সৌন্দর্য ধারণ করেছে, লাটাগুড়ির সবুজ ফটোগ্রাফি প্রতিযোগিতার রত্নগুলিও দর্শনীয়।