নিউজ ডেস্ক: আজ তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মধ্যবিত্ত থেকে শিল্প-কী আশার আলো দেখাতে পারবেন নির্মলা সীতারমণ? তাকিয়ে গোটা দেশ। শুক্রবার প্রধানমন্ত্রীর বক্তব্যে ছিল জনমোহিনী বাজেটের ইঙ্গিত। অন্যদিকে বিরোধীরাও আক্রমণের জন্য তৈরি। তিনটি ইস্যুতে এবার বাজেট সেশনে উঠতে পারে ঝড়। নির্মলার বাজেট যেমনই হোক না কেন, বিরোধীরা তিন অস্ত্রে শান দিয়ে তৈরি। শনিবার তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে থেকেই অবশ্য় মোদি সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা।
তিনটি মূল ইস্যু হল মুদ্রাস্ফীতি, মহাকুম্ভে মহাবিপর্যয় এবং পূর্বের অধিবেশনে ডঃ বি আর অম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য। এই তিন ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে সরব বে বিরোধি শিবির, সরগরম হবে সংসদ। সরকারকে কোণঠাসা করার প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। ইন্ডিয়া ব্লক এই বিষয়ে এককাট্টা, জানিয়েছে হাতশিবির। এছাড়াও সংসদ উত্তাল হতে পারে কর্মসংস্থান ইস্যুতেও।