নিউজ ডেস্ক: ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হতে আর কয়েক ঘণ্টা বাকি। আজ, শনিবার সকাল ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। নিজের বাসভবন থেকে সংসদের পথে রওনা হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সকাল সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরোন তিনি। পৌঁছে যান অর্থ মন্ত্রকের দফতরে।
আজ রেকর্ড গড়ার পথে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একটানা অষ্টমবার বাজেট পেশ করে নজির গড়বেন নির্মলা। আজ, শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন তিনি। আর এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে। কর্মসংস্থান থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সবদিকেই এবার কেন্দ্রীয় সরকার নজর দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আয়কর ছাড়ের প্রত্যাশাও রয়েছে বেতনভোগী কর্মীদের।