নিউজ ডেস্ক: কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় আগুন লাগল একটি খাবারের দোকানে। শনিবার সকালে ধর্মতলায় একটি খাবারের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন যায়। পরে আগুন বেশি ছড়িয়ে পড়লে আরও তিনটি ইঞ্জিন আনা হয়। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।
ধর্মতলার মোড়ের কাছে নিউ মার্কেট এলাকায় একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে ছোট খাবারের দোকানে আগুন লেগেছিল। যে ভবনে আগুন লেগেছিল, তার উপরে কিছু অফিস রয়েছে। কয়েকটি পরিবারও থাকে সেখানে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাঁরাও আতঙ্কিত হয়ে পড়েন। দমকলকর্মীরা রাস্তায় দাঁড়িয়ে পাইপের মাধ্যমে জল দেন। দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। আগুন কীভাবে লাগল, তা এখনও স্পষ্ট নয়।