নিউজ ডেস্ক: বাজেট পেশ শেষ হতেই না হতেই ক্ষোভ উগরে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া আক্রমণ করলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর সাফ দাবি, দিল্লিতে বাংলা থেকে যতই বিজেপি সাংসদ যাক, বঞ্চনার খেলা চলছেই।
প্রসঙ্গত, শুক্রবারই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে গিয়েছিলেন অভিষেক। বাজেট নিয়ে যে খুব বেশি কিছু আশা নেই তা বলেছিলেন। এবার বাজেট পেশের পরেও উগরে দিলেন ক্ষোভ। তাঁর সাফ কথা, “বাংলা থেকে যখন ১৮ টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও দেয়নি”।