নিউজ ডেস্ক: শনিবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করেন নির্মলা। এদিন বাজেট পেশের পর কেন্দ্রীয় বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। এটাকে স্বপ্নের বাজেট বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি দুর্দান্ত বাজেট পেশ করেছেন। এটাকে স্বপ্নের বাজেট বলা যেতে পারে, বিশেষ করে মধ্যবিত্তের জন্য। তিনি এমন একটি বাজেট উপস্থাপন করার জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই। আয়কর ছাড়ের স্ল্যাব সংশোধন করা হয়েছে এবং আয়কর ছাড় ১২ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ঘোষণা ভারতের অর্থনীতিতে একটি মাইলফলক হিসাবে প্রমাণিত হবে। এর ফলে বাজারে চাহিদা বাড়বে এবং এমএসএমই উপকৃত হবে, কর্মসংস্থান তৈরি হবে। তাই অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। কৃষি খাতে বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করা হয়েছে। এই বাজেট চলতি শতাব্দীতে নতুন পথ দেখাবে।