নিউজ ডেস্ক: এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অনেক। বাজেটের শুরুতেই কৃষিক্ষেত্রের কথা উল্লেখ করেছেন নির্মলা সীতারামন। অর্থনীতির প্রথম ইঞ্জিন বলে উল্লেখ করেছেন তিনি। এমএসএমই-র ক্ষেত্রেও বিশেষ স্কিমের ঘোষণা করেছেন। বাজেটের প্রস্তাব অনুসারে একাধিক পণ্যের দাম কমতে চলেছে, যা সাধারণ মানুষের অত্যন্ত প্রয়োজনীয়।
কোন জিনিসের দাম কমল, জেনে নিন একনজরে
১. মোবাইল
২. এলইডি টিভি
৩. ইলেকট্রিক কার
৪. দেশে তৈরি কাপড়
৫. ৩৬টি জীবনদায়ী ওষুধ
৬. বরফজাত মাছ
৮. মেডিক্যাল সরঞ্জাম
৯. ইভি ব্যাটারি
১০. চামড়ার জিনিস