নিউজ ডেস্ক: কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার পর অষ্টম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। একাধিক জিনিসের উপর করছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। সেই সঙ্গে কর বাড়িয়ে দেওয়া হয়েছে কিছু জিনিসের উপর। বাজেটের পর কিসের দাম বাড়তে চলেছে, রইল পূর্ণাঙ্গ তালিকা।
হস্তশিল্প: রপ্তানির সময়সীমা ছয় মাস থেকে এক বছরে বাড়ানো হয়েছে, এবং প্রয়োজনে আরও তিন মাস বাড়ানো যাবে। শুল্ক-মুক্ত উপকরণের তালিকায় নয়টি নতুন পণ্য যোগ করা হয়েছে।
সরকার ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে বেসিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও বাজেটের ঘোষণার পরে বাড়তে পারে টিভি এবং মোবাইলের স্ক্রিনের দাম।