ফেব্রুয়ারি, ১৬৬১ সালে মারাঠা বাহিনী এবং মোঘল বাহিনীর মধ্যে উম্বরখিঁড়ের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে মারাঠা বাহিনীর নেতৃত্বে ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ, আর মোঘল সেনার নেতৃত্বে ছিলেন করতলব খান।এই যুদ্ধে মাত্র ১০০০ মারাঠা যোদ্ধা প্রায় ২০,০০০ মোগল সৈন্যকে পরাজিত করেছিল।