নিউজ ডেস্ক: দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় প্রাণ হারালেন প্রাক্তন সেনা জওয়ান। সোমবার কুলগাম জেলার বেহিবাগ এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জঙ্গিদের গুলিতে প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। পুলিশ সূত্রের খবর, তিনজনকেই আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে প্রাক্তন সেনা সদস্য মনজুর আহমেদ ওয়াগে আহত হয়ে মারা যান এবং তার স্ত্রী এবং মেয়ের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। হামলা চালানোর পর জঙ্গিরা পালিয়ে যায়, গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে।