নিউজ ডেস্ক: বউমা ও শাশুড়ির ঝগড়া কোন সংসারে না হয়। কিন্তু তাই বলে ঝগড়া থেকে শুরু করে হাতাহাতি, শেষ পর্যন্ত ধারালো অস্ত্র নিয়ে হামলা! শাশুড়ি-বউমার কোন্দলে রক্তাক্ত পরিবার। শেষমেশ জল গড়াল থানাতেও। সোমবার এমনই কাণ্ডের সাক্ষী থাকল ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েত এলাকা।
ঘটনায় উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বউমা বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদিকে, শাশুড়ি তুলসী রায় সৎ ছেলে ও বৌমার বিরুদ্ধেই ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, ধারালো অস্ত্রের কোপে বউমা ডলি রায়ের আঙুল কেটে ফেলার অভিযোগ উঠেছে শাশুড়ির বিরুদ্ধে। অপর দিকে ছেলে ও বউমার বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে দু’হাতে কোপ মারার অভিযোগ তুলেছেন শাশুড়ি!
ঘটনায় আহত হয়েছেন অভিযোগকারী তুলসী রায়ের সৎ ছেলে শ্যামল রায়ও। তিনি বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ছেলে শ্যামল রায়ের দাবি, মায়ের উপর কেউ হামলা চালায়নি। এই অভিযোগ ভিত্তিহীন জানিয়ে তাঁর দাবি, “মা আমাদের উপর হামলা চালিয়েছে। আমার স্ত্রীর একটি আঙুল কেটে গিয়েছে। মাথায় কোপ মেরেছে। আমাকে মেরেছে।”