নিউজ ডেস্ক: দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচারের সময়সীমা সোমবার শেষ হচ্ছে। বিজেপি, আম আদমি পার্টি এবং কংগ্রেসের নেতা ও তারকা প্রচারকরা রোড শো, মিছিল ও জনসভা করে ভোটারদের মন জয়ের সবরকম চেষ্টা চালিয়েছেন এদিন। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে ভোট, ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি।
দিল্লি বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা এবং উত্তর প্রদেশ ও তামিলনাড়ুর একটি করে আসনের উপনির্বাচনে ভোটের দিন সকাল ৭টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত বুথ ফেরত সমীক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন।