আইপিএলকে টেক্কা দেবে বিপিএল! মাঝে মধ্যেই এমন বড় বড় ভাষণ শোনা যায় বাংলাদেশের অনেক কর্তাদের মুখ থেকে। তবে সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের অস্তিত্ব এখন সংকটে। ম্যাচ গড়াপেটা থেকে শুরু করে, বিদেশি খেলোয়াড়দের ঠিক মতো বেতন দিতে না পারান অভিযোগ উঠেছে সে দেশের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে।