নিউজ ডেস্ক: রাজস্থানের ঢোলপুরে অস্বাভাবিক মৃত্যু হল সাফাই কর্মীদের ইউনিয়নের রাজ্য সভাপতির। মৃতের নাম – মোহন সিং তাওয়ার। মোহনের সিংয়ের পরিবারের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্তে নেমেছে। মঙ্গলবার জেলাশাসক শ্রীনিধি বিটি বলেছেন, “মোহন সিং তাওয়ারের মৃত্যুর বিষয়ে, আমরা তাঁর পরিবার এবং তিনি যে সহকর্মীদের সঙ্গে কাজ করেছিলেন তাঁদের সঙ্গে কথা বলেছি।”
মোহন সিংয়ের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর অনুরাগীরা। মঙ্গলবার সকালে মর্গের বাইরে বিশাল জনতা জড়ো হয়। জেলা কালেক্টর শ্রীনিধি বিটি, এসপি এবং এসডিএম সাধনা শর্মা একটি মেডিকেল বোর্ডের ময়নাতদন্তের আশ্বাস দিয়েছেন।