নিউজ ডেস্ক: জোড়া মামলায় নাম জড়াল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী মারলেনার। মঙ্গলবার সকালে দক্ষিণ পূর্ব দিল্লি পুলিশের ডিসিপি জানিয়েছেন, গোবিন্দপুরী থানায় অতিশীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ।
এএপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে প্রায় ৬০-৭০ জন দলীয় সমর্থকের সঙ্গে ফতেহ সিং মার্গের কাছে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁদের সঙ্গে ১০টি গাড়িও ছিল। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে এক এএপি সমর্থক এক কনস্টেবলকে সপাটে চড় মারে বলে অভিযোগ। দু’জন সমর্থক মিলে ওই পুলিশকর্মীকে হেনস্থাও করেন। এর পরেই অতিশী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, নিজের বিরুদ্ধে মামলা দায়ের হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন অতিশী। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে অতিশী লিখেছেন, “নির্বাচন কমিশনও আশ্চর্য! প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করছেন রাকেশ বিধুরীর পরিবারের সদস্যরা। তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি একটি অভিযোগ দায়ের করেছি এবং পুলিশ এবং ইসিআইএসভিইইপি-কে ফোন করেছি এবং তাঁরা আমার বিরুদ্ধে মামলা করেছে! রাজীব কুমার জি : আপনি নির্বাচনী প্রক্রিয়া আর কতটা নষ্ট করবেন।”