নিউজ ডেস্ক: টালিগঞ্জে আবার ডামাডোল। পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ। সোমবার রাতে সেট ভেঙে দেওয়ার অভিযোগ। বেশ কিছু সিরিয়ালের শ্যুটিং বন্ধ, খবর সূত্রের। টেকনিশিয়ানদের দাবি না মানলে বুধবার থেকে সব সিরিয়ালের শ্যুটিং বন্ধ হওয়ার সম্ভাবনা। টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলায় সৃজিত রায়ের বিরুদ্ধে টেকনিশিয়ানদের এই পদক্ষেপ বলে খবর সূত্রের। ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা দাসানি ওয়ান স্টুডিওয় যাচ্ছেন আজ।
পরিচালক সৃজিত রায়ের কথায়, ‘নতুন সিরিয়ালের সেটের কাজ শুরু হয়েছিল ২৭ তারিখ থেকে। খুব সুন্দরমত কাজ চলছিল। সেটের অএঙ্কতাই হয়ে গিয়েছিল। হঠাৎ করে শনিবার গন্ডগোলের খবর কানে আসে যে আমার সেটে না কি কাজ বন্ধ হয়ে যাবে। বলা হয়েছে, আমি না কি কারও সঙ্গে খারাপ ব্যবহার করেছি। বাজে কথা বলেছি যা তাঁদের মধ্যে খারাপ লাগার তৈরি করে। কিন্তু আমার প্রশ্ন কেন আমার নামে এই মিথ্যে কথা বলা হচ্ছে? আর এই টেকনিশিয়ানদের ভুল বুঝিয়ে কাজ বন্ধ করলে এরাই তো সমস্যায় পড়বে। এঁরা তো সবসময় কাজ পান না। সেট তৈরি হওয়ার সময় কাজ করেন।’