নিউজ ডেস্ক: বছর ৬৬-র এক বৃদ্ধা জনজাতি মহিলাকে মদ খাইয়ে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। ইতিমধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে অভিযুক্ত যুবক মদ নিয়ে ওই জনজাতি মহিলার বাড়িতে যায়। সেখানে ওই মহিলাকে ও তাঁর ছেলেকে জোর করে মদ খাওয়ায়। ওই মহিলার বাড়িতে শুধু তাঁর ছেলে, বৌমা ছাড়া আর কেউই ছিলেন না সেই সময়। বৌমা অভিযুক্ত যুবককে চলে যেতে বললেও ওই যুবক যায়নি।
এদিকে ওই বৃদ্ধার ছেলে মদের নেশায় তখন বেঁহুশ। অভিযুক্ত বাড়ি থেকে যাচ্ছে না, দেখে আশপাশের মানুষদের ডাকতে যান বৌমা। তিনি ফিরে দেখেন অভিযুক্ত যুবক চলে যাচ্ছে। তিনি বাড়ি ফিরে দেখেন, শ্বাশুড়ি অসুস্থ অবস্থায় বিবস্ত্র হয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। রাতেই তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর গ্রামের মানুষজন অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। ধৃতকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।